"বন্ধু" গ্রুপের সদস্যা অর্পিতার ২৫ বর্ষ পূর্তি উপলক্ষে তার জন্মদিন পালন করে প্রত্যন্ত গ্রামের সহজ সরল কিছু শিশুদের সাথে। - BANDHU বন্ধু

মানুষের পাশে থাকার ক্ষুদ্র প্রয়াস.....

Breaking

২৩ জুলাই ২০২০

"বন্ধু" গ্রুপের সদস্যা অর্পিতার ২৫ বর্ষ পূর্তি উপলক্ষে তার জন্মদিন পালন করে প্রত্যন্ত গ্রামের সহজ সরল কিছু শিশুদের সাথে।

"বন্ধু" গ্রুপের সদস্যা অর্পিতার ২৫ বর্ষ পূর্তি উপলক্ষে তার জন্মদিন পালন করে প্রত্যন্ত গ্রামের সহজ সরল কিছু শিশুদের সাথে।

জন্মদিন তো সবাই বাড়িতে ঘটা করে পালন করতে চায়, যেখানে ৩২ রকমের মেনু থাকবে, থাকবে DJ সিস্টেম, থাকবে এলাহী ডেকোরেশন।

কিন্তু আমরা একটু অন্যভাবে সাধারণের মধ্যে অসাধারনের মতো জন্মদিন হোক বা বিশেষ কোনো দিন পালন করে থাকি। তেমনই আমাদের "বন্ধু" গ্রুপের সদস্যা অর্পিতার আজ ২৫ বর্ষ পূর্তি উপলক্ষে তার জন্মদিন পালন করে প্রত্যন্ত গ্রামের সহজ সরল কিছু শিশুদের সাথে।



সকল বাচ্চাদের জন্য আমরা সকালে টিফিন এবং দুপুরে মধাণ্যভোজনের আয়োজন করেছিলাম। সাথে তাদের কিছু শিক্ষা সামগ্রিক, মাস্ক এবং অনান্য জিনিষপত্র বিতরণ করে সে তার জন্মদিন টিকে স্মরণীয় করে রাখল।

আসলে আমরা রঙিন ডেকোরেশন আর আভিযাত্য জাহির করার মধ্য দিয়ে আনন্দ খুজতে যায়, কিন্তু প্রকৃত সুখ তো সেই সরল বাচ্চাদের চোখে আর মুখে রয়ে গেছে। যেগুলো সেই সব বাচ্চাদের সাথে থেকে, একটা দিন তাদের কাটাতে পারলে প্রকৃত আনন্দ খুঁজে পাওয়া যায়।




আপনারাও লোক দেখানো সমাজ থেকে বাইরে বেরিয়ে, আপনার বিশেষ কোন দিন আরো স্পেশাল করে তোলার জন্য তাদের সঙ্গে একটা দিন কাটান। তারাও আনন্দিত হবে।


আপনার কোন স্পেশাল দিন কে এভাবে কাটাতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের নং- 9851333777

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন