বেলপাহাড়ি ডাইরি -১ (বন্ধু ফাউন্ডেশন)
পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলার অন্তর্গত একটি সুন্দর প্রাকৃতিক পরিবেশ ঘেরা জায়গা হল বেলপাহাড়ি। যেখানে চারিদিক ছোট বড় পাহাড়-ঝর্না দিয়ে ঘেরা, পাখির কলতানে যেখানে সকাল-সন্ধ্যা হয়, যেখানে গেলে বুক ভরে বিশুদ্ধ বাতাস নিতে পারি, যার তুলনা করলে সোন্দৌর্য্য কে ছোট করা হবে।
কিন্তু প্রদীপের নিচের অন্ধকারের মতোই রয়ে গেছে কিছু অসহায় মানুষদের আর্তনাদের শব্দ। যাদের খিদের জ্বালাতে বুক ফাটলেও শোনার মত কেউ নেই। সেই পাহাড় ঘেরা মানুষদের চির আর্তনাদ আমাদের বারবার তাদের কাছে টেনে নিয়ে গেছে।
তেমন-ই আজকের গল্পটা বেলপাহাড়ি এলকার কিছু অসহায় শবর মানুষদের নিয়ে।
আমরা চেয়েছিলাম তাদের সাথে একটা পুরো দিন কাটিয়ে তাদেরকে বনভোজনের অনন্দ দিতে, ও আনন্দ নিতে। পরিকল্পনা মত আমরা রান্নার সমস্ত সরঞ্জাম, সবজী, মশলা সমস্ত কিছু নিয়ে পোছে যাই গ্রাম বাসীদের প্রস্তাবিত জায়গাতে। কারণ সেখানেই হবে আমাদের বনভোজন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন