বেলপাহাড়ি ডাইরি -১ (বন্ধু ফাউন্ডেশন) - BANDHU বন্ধু

মানুষের পাশে থাকার ক্ষুদ্র প্রয়াস.....

Breaking

০২ জুন ২০২১

বেলপাহাড়ি ডাইরি -১ (বন্ধু ফাউন্ডেশন)

 বেলপাহাড়ি ডাইরি -১ (বন্ধু ফাউন্ডেশন)

পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলার অন্তর্গত একটি সুন্দর প্রাকৃতিক পরিবেশ ঘেরা জায়গা হল বেলপাহাড়ি। যেখানে চারিদিক ছোট বড় পাহাড়-ঝর্না দিয়ে ঘেরা, পাখির কলতানে যেখানে সকাল-সন্ধ্যা হয়, যেখানে গেলে বুক ভরে বিশুদ্ধ বাতাস নিতে পারি,  যার তুলনা করলে সোন্দৌর্য্য কে ছোট করা হবে। 

কিন্তু প্রদীপের নিচের অন্ধকারের মতোই রয়ে গেছে কিছু অসহায় মানুষদের আর্তনাদের শব্দ। যাদের খিদের জ্বালাতে বুক ফাটলেও শোনার মত কেউ নেই। সেই পাহাড় ঘেরা মানুষদের চির আর্তনাদ আমাদের বারবার তাদের কাছে টেনে নিয়ে গেছে।

তেমন-ই আজকের গল্পটা বেলপাহাড়ি এলকার কিছু অসহায় শবর মানুষদের নিয়ে। 


আমরা আমাদের দেওয়া সময় মত তাদের কাছে সাহায্যের ডালি নিয়ে পৌঁছে যাই। তাদের শরিরের পোশাক নেই বললেই চলছে। প্রচন্ড শীতেও তারা যেন অর্ধ নগ্ন। কেউ কেই ৩-৪ বছরের না-ওয়াশ করা কাপরের টুকরো গুলোকে শরীরে জড়িয়ে রেখেছে, শীতের হাত থেকে রক্ষা পেতে। 

আমরা আমাদের সাধ্যমত প্রত্যেকের জন্য একটি করে কম্বল নিয়ে গিয়েছিলাম, যাতে তারা এই শীতে একটু শান্তিতে থাকতে পারে। তার সাথে আমরা গ্রামবাসিদের জন্য নিয়ে গিয়েছিলাম কয়েক বস্তা নতুন-পুরানো জামা-কাপড়-শাড়ী। তাদের কে আমরা শীত বস্ত্র গুলো দিতে পেরে, তাদের সরল মনের হাঁসি দেখে, আমরা যে তৃপ্তি অনুভব করেছিলাম, তা এক কথায় প্রকাশ করা সম্ভব নয়।


আমরা চেয়েছিলাম তাদের সাথে একটা পুরো দিন কাটিয়ে তাদেরকে বনভোজনের অনন্দ দিতে, ও আনন্দ নিতে। পরিকল্পনা মত আমরা রান্নার সমস্ত সরঞ্জাম, সবজী, মশলা সমস্ত কিছু নিয়ে পোছে যাই গ্রাম বাসীদের প্রস্তাবিত জায়গাতে। কারণ সেখানেই হবে আমাদের বনভোজন। 
গ্রামবাসীদের সহযোগীতাই আমাদের কাজ খুব দ্রুত হয়। প্রায় সমস্ত কাজেই গ্রামের মানুষরা আগ্রহের সাথে আমাদের সাহায্য করেছিল। 
থাকলো কিছু ছবি সকলের জন্য.........









ধন্যবাদ......




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন