কিছু বিয়ে অন্যরকম। - BANDHU বন্ধু

মানুষের পাশে থাকার ক্ষুদ্র প্রয়াস.....

Breaking

১৪ ফেব্রুয়ারি ২০২১

কিছু বিয়ে অন্যরকম।

 # কিছু বিয়ে অন্যরকম। ❤

আজ ভালোবাসা দিবস। যদিও ভালোবাসার জন্য স্পেশাল করে কোনো দিন লাগেনা, তবুও আজকের দিনটি স্মরনীয় হয়ে থাকুক রাধামাধব ও শিল্পার নামে।


আজ রামসাগর বৃদ্ধাশ্রম ও ভারতবর্ষের বৃহত্তম কুষ্ঠ হাসপাতাল, গৌরিপুর কুষ্ঠ হাসপাতাল এর সমস্ত মানুষদের আর্শীবাদ ও ভালোবাসাতে সম্পন্ন হল রাধামাধব ও শিল্পার বিবাহ অনুষ্ঠান।
তথাকথিত জাকজমক আর লোকদেখানো আভিজ্যাত্য নয়, বিয়ের প্রতিটি মূহুর্ত এই সকল অসহায় মানুষদের সাক্ষী রেখে তাদেরও একটি সুন্দর দিন উপহার দিয়েছে।
কুষ্ঠ হাসপাতাল এর প্রায় 530 জন মানুষ, এবং বৃদ্ধাশ্রমের 20 জনের জন্য দুপুরের মধাণ্য ভোজনের আয়োজন ছিল। এছাড়া আরো বেশ কয়েক জন উপস্থিত ছিলেন।

প্রার্থনা রইল, আগামী দিন গুলো ওদের খুব ভালো কাটুক।
কিছু স্মরণীয় মুহুর্তের ফ্রেম বন্দী......




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন