কিছু জন্মদিন অন্যরকম। - BANDHU বন্ধু

মানুষের পাশে থাকার ক্ষুদ্র প্রয়াস.....

Breaking

০১ এপ্রিল ২০২২

কিছু জন্মদিন অন্যরকম।

কিছু জন্মদিন অন্যরকম। বন্ধু গ্রুপের সদস্যা পাপিয়া দাসের জন্মদিন উপলক্ষে আমরা পৌঁছে গিয়েছিলাম পশ্চিমবঙ্গ-ঝাড়ঝন্ড সীমানাবর্তী বান্দোয়ান এলাকার একটি প্রত্যন্ত গ্রাম সিরকা তে। 

 প্রত্যেকের কাছে জন্মদিন মানে স্পেশাল একটি দিন। সকলের ইচ্ছে থাকে ওই দিন পারিবার-বন্ধু বান্ধব দের নিয়ে সারাদিন আনন্দে মেতে থাকতে। কিন্তু পাপিয়ার ইচ্ছে ছিল, যে সকল অসহায় মানুষরা দিনে একবার পেটপুরে খেতে পায় না তাদের সাথে জন্মদিনের সারাটা দিন কাটানোর।

আর ইচ্ছে পুরণের আশা নিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম বান্দোয়ানের সিরকা শবর গ্রামে। আমাদের যাওয়ার কথা শুনে গ্রামের বাচ্চারা খুবেই উৎসাহী ছিল।  তাদের জন্য আয়োজন করা হয়েছিল পেট ভরে ভুরি ভোজের। তালিকায় ছিল খিঁচুড়ি, মাংস, বোঁদে, পাপড়, চাটনি। খাবার শেষে তাদের দেওয়া হয়েছিল শিক্ষা সামগ্রী।

কিছু কিছু জিনিষ টাকা-পয়সার বিনিময়ে পাওয়া যাওয়া না, তার মধ্যে ভালোবাসা একটি। আর এই অকৃত্রিম ভালোবাসার খোঁজ পেয়েছিলাম প্রতিটি অসহায় সরল বাচ্চাদের মধ্যে। তাদের নিস্পাপ চোঁখ গুলো আমাদের বুঝিয়ে দিয়েছিল, তারা কতটা তৃপ্ত। 
আমাদের গ্রুপের পক্ষ থেকে পাপিয়া কে অনেক অনেক ধন্যবাদ,এই রকম একটি দিন উপহার দেওয়ায় জন্য।
বন্ধু ফাউন্ডেশন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন