শীতের উষ্ণতা নিয়ে পৌঁছে গিয়েছিলাম পাহাড় ঘেরা প্রত্যন্ত গ্রাম, নাম সিরকা। - BANDHU বন্ধু

মানুষের পাশে থাকার ক্ষুদ্র প্রয়াস.....

Breaking

১০ জানুয়ারি ২০২১

শীতের উষ্ণতা নিয়ে পৌঁছে গিয়েছিলাম পাহাড় ঘেরা প্রত্যন্ত গ্রাম, নাম সিরকা।

 শীতের উষ্ণতা নিয়ে পৌঁছে গিয়েছিলাম পাহাড় ঘেরা প্রত্যন্ত গ্রাম, নাম সিরকা।  

শীত বাড়ার সাথে সাথে শবর গ্রামের মানুষদের দুঃখ দুর্দশা যেন সমানুপাতিক ভাবে বাড়তেই থাকে। গরমের দিন গুলোতে তারা হয়তো কোনোমতে খোলা আকাশের নিচে শুয়ে রাত্রি পার করতে সক্ষ্ম হয়েছে। কিন্তু প্রচন্ড শীতে যখন সমস্ত মানুষ মোটা লেপের তলায় উষ্ণতার খুশিতে আসতে আসতে শান্তির ঘুমে আছন্ন হয়ে পড়ে , ঠিক তখনো খোলা আকাশের নিচে শবর গ্রামের শিশু থেকে বৃদ্ধ সকলেই অর্ধ নগ্ন অবস্থাই ভয়ানক শীতের কাপুনিতে বেঁচে থাকার নিশ্চয়তা হারিয়ে ফেলে।

আমরা এক ফ্রেমে।

 আমরা আমাদের সাধ্য মত ফান্ড নিয়ে আমরা সিরকা শবর গ্রামের শিশু থেকে বৃদ্ধ, সবার অন্য শীত বস্ত্র নিয়ে পৌঁছে গিয়েছিলাম। আমরা সমস্ত শিশুদের জন্য নতুন শোয়েটার এবং সাথে প্রত্যেক শিশুদের জন্য পুরানো জামা-পেন্ট ্কালেকসন করে তাদের হাতে তুলে দিয়েছিলাম। শিশু ব্যাতিত সমস্ত শবর মানুষদের জন্য আমরা দিয়েছিলাম কম্বল, এবং পুরানো জামা, শাড়ি, শুয়েটার ইত্যাদি।
 আমরা আমাদের সাধ্য মত সাহায্য করতে পেরে খুব খুশি। আপনারাও আসুন, সহযোগীতার হাত বাড়িয়ে দিন। এভাবেই হয়ত অসহায় মানুষদের মুখি হাঁসি ফুটবে। যোগাযোগ করতে চাইলে 9851333777 তে কল অথবা WhatsApp করুন।  নিচে কিছু ছবি থাকলে আমাদের প্রোগ্রামের।







ধন্যবাদ


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন