About ' Bandhu' - BANDHU বন্ধু

মানুষের পাশে থাকার ক্ষুদ্র প্রয়াস.....

Breaking

About ' Bandhu'

বন্ধু
                                                       ......মানুষের পাশে থাকার ক্ষুদ্র প্রয়াস।
আমাদের সম্পর্কে....।।
-----------------------------------------------------------
Organization Name-BANDHU FOUNDATION 
Govt Reg No- S0011698/2019-2020
Ested- 2018 (As Non Reg)
Type- A Non-Profit Organization
Address-  Bankura, West Bengal, India  
Email- bandhu.bankura@gmail.com
Phone No- 9851333777
Worked Area- All Over West Bengal (India)
সমাজের বঞ্চিত, অবহেলিত ও নিরুপায় মানুষদের সুখ দুঃখ ভাগ করে নেওয়াই 'বন্ধু'র পথ চলা। 

আমাদের প্রথম প্রজেক্ট-2018 (ছাতনা, বাঁকুড়া)
2018 সালের ডিসেম্বর মাসে 'বন্ধু' সাহায্যের ডালি নিয়ে তার যাত্রা শুরু করে। চলতে চলতে অনেক বাধা বিপত্তি এসেছে, তবুও 'বন্ধু' আজও ক্রমাগত কাজ করে চলেছে শহর থেকে একেবারে প্রান্তিক এলাকাতেও। যদিও 'বন্ধু'র মূল উদ্দেশ্য পাহাড়ী এবং জঙ্গল এলাকায় মানুষদের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি ঘটানো। তাদের সচেতনতার মাধ্যমে তাদের কে শিক্ষার আলোতে নিয়ে আসার লক্ষ্যে, তাদের কুসংস্কারাচ্ছন্ন মন গুলোতে সচেতনতার আলো ফুটিয়ে তুলার জন্য বিভিন্ন ভাবে 'বন্ধু' গ্রুপ কাজ করে চলেছে।
একটি প্রজেক্ট-এর শেষে আমরা (বান্দোয়ান, পুরুলিয়া-2019) 

আমরা সাঁওতাল, শবর, বেদে প্রভৃতি পিছিয়ে পড়া মানুষদের জন্য নিরন্তর কাজ করে চলেছি। আমরা শীত কালে সেই সব পিছিয়ে পড়া মানুষদের জন নতুন শীত বস্ত্র তথা চাদর, শোয়েটার, মোটা পোশাক ইত্যাদি বিতরণ করে থাকি। এমন কি বিভিন্ন জায়গা থেকে ভালোমানের অব্যবহিত পোষাক গুলোও সংগ্রহ করে তাদের হাতে তুলে দিয়ে থাকি।

বর্তমানে শবর মানুষদের অশিক্ষার ফলে তাদের সচেতনার খুব অভাব। তারা জানে না কিভাবে জন্ম নিয়ন্ত্রণ করতে হয়, কিভাবে সন্তানকে মানুষ করতে হয়। জানেনা তারা ছেলে বা মেয়েদের বয়ঃসন্ধি কালিন সমস্যার কথা। জানবেই বা কি করে? কেউ তো তাদের জানানোর চেষ্টাও করে নি কোনোদিন।
আমাদের উদ্দেশ্য হলো এই অসহায় , সরল মানুষগুলো কে যদি আলোর জগতে নিয়ে আসি তাহলে হয়তো সমাজটা অন্যরকম হবে, তারাও সবার মতো আনন্দে বাঁচতে পারবে। আমরা বিভিন্ন ভাবে তাদের সাথে আলোচনার মাধ্যমে তাদের কিছু কিছু সমস্যা দূর করতে সামর্থ্য হলেও পথ এখনো অনেক বাকি। কারণ এদের মতো মানুষের সংখ্যা নেহাত কম নয়।
আমাদের কর্মসূচীর একটি মূহুর্ত (পুরুলিয়া)

আমরা সাঁওতাল, শবর, বেদে প্রভৃতি শিশুদের স্কুল মুখী করার জন্য তাদের বই, খাতা, পেন , রাবার, পেনসিল, ড্রইং বুক, রঙ পেনসিল ইত্যাদি প্রায় বিতরণ করে থাকি। যাতে তারা পড়াশুনোর প্রতি মনোযোগী হতে পারে। শিশুদের মাঝে মধ্যে নতুন জামা পেন্ট বিতরণ করি। যাতে তারা ভালো সবার সাথে মিশতে পারে। আমরা নিয়মিত শিশুদের পড়াশুনা ও খেলাধুলার প্রতি মনযোগী করার জন্য বিভিন্ন প্রজেক্ট করে থাকি।
আমাদের কর্মসূচীর একটি মূহুর্ত (পুরুলিয়া)

আমরা সাঁওতাল, শবর, বেদে প্রভৃতি মানুষদের নিয়ে পিকনিক এর আয়োজন করে থাকি, যাতে তারাও আমাদের মতো বছরে অন্তত একটা দিন পিকনিকের আনন্দ নিতে পারে, কারণ তাদের পিকনিক করার মতো কোনো সামর্থ্য নেই। তাদের সাথে একটা দিন খুব আনন্দে কাটাতে পেরে নিজেদের আনন্দিত করতে পারি আমরা।