এই অন্ধকার দিকগুলো সবার সামনে তুলে ধরার জন্য আমরা বিভিন্ন কর্মসূচী এখানে পাবলিশ করে থাকি। অসহায় মানুষগুলোর চির সমস্যার প্রতিটি দিক তুলে ধরার জন্য আমরা প্রজেক্ট চলাকালীন কিছু ছবি তুলে থাকি। যেসব সদস্যরা সেই গ্রামে না গিয়েও দূর থেকে তাদের সাহায্য করেছেন, তাদের আরো বেশি উৎসাহ করতে আমরা গ্রামের মানুষদের সহমত নিয়ে আমরা তাদের সমস্যার চিত্র গুলো আমাদের ওয়েবসাইটে তুলে ধরি।
আমাদের ওয়েবসাইটে প্রকাশিত হওয়া ছবি গুলোর মধ্যে যদি ভুলবসত আপনার ব্যক্তিগত কোনো ছবি আমাদের ওয়েবসাইটে প্রকাশিত হয়ে থাকে, তাহলে আমাদের অবশ্যই জানান, আমাদের Mail Address -bandhu.bankura@gmail.com এ, অথবা সরাসরি ফোন করে জানাতে পারেন, আমাদের Phone No- 9851333777.
আপনার প্রমান পত্র (বৈধ নথি পত্র) যদি সঠিক তথ্য প্রদান করে, তাহলে আমাদের ভুলবসত প্রকাশিত হওয়া আপনার ব্যক্তি গত ছবি আমরা 48 ঘণ্টার মধ্যে সরিয়ে নেব।