প্রসঙ্গত ৬ই ডিসেম্বর ২০২০ তারিখ, আমাদের 'বন্ধু ফাউন্ডেশন' গ্রুপের সদস্য সোমানাথ স্যার এবং শ্রাবনী দির বিবাহ বার্ষিকী উপলক্ষে আমরা পৌঁছে গিয়েছিলাম শুশুনিয়া তে। সেখানের বাচ্চাদের জন্য আমরা নিয়ে গিয়েছিলাম শিক্ষা সামগ্রীক। তাদের হাতে তুলে দিয়েছিলাম খাতা, পেন, বারার, সার্পনারসাথে কিছু চকলেত। সেখানে আমরা তাদের সাথে আলোচনার মাধ্যমে তাদের আনন্দ গুলো ভাগ করে নিয়েছিলাম।
আমরা তাদের জন্য সকালে টিফিন ও দুপুরে খুচুড়ি-মাংস রান্না করেছিলাম। দুপুরে সব বাচ্চাদের সাথে আমরাও আনন্দে মাধান্য জোজনে মেতে উঠেছিলাম। তবে তাদের আনন্দে আমাদের মন আরো বেশি আনন্দিত হচ্ছিল।






কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন