জন্মদিন এভাবেও পালন করা যায়! জাকজমাট নয়, মনের তৃপ্তিটাই আসল। - BANDHU বন্ধু

মানুষের পাশে থাকার ক্ষুদ্র প্রয়াস.....

Breaking

৩০ জুন ২০২০

জন্মদিন এভাবেও পালন করা যায়! জাকজমাট নয়, মনের তৃপ্তিটাই আসল।

জন্মদিন এভাবেও পালন করা যায়! কারণ জাকজমাট নয়, মনের তৃপ্তিটাই আসল।

মাদের গ্রুপের সদস্যা টুটুল কর্মকার এর শুভ জন্মদিন উপলক্ষে স্টেশন চত্তরের সমস্ত ভবঘুরে ও ভিক্ষুখদের পেটপুরে খাইয়ে জন্মদিন পালন করলো। টুটুল এবং তার সহকর্মীদের একান্ত সহায়তায় একটি সুন্দর মূহুর্ত স্মরনীয় হয়ে রইল।
বর্তমানে কে কত বড় প্যান্ডেল করলো, কে কত রকমের লাইটিং করল, কত প্রকারের খাবারের মেনু করলো, অনেকের মনে হয় এটাই আধুনিক স্ট্যাটাস। কিন্তু সেখানে দেখা যায় প্রায় সবাই একটু একটু খাবার খেয়ে প্রচুর খাবার নষ্ট করছে। কিন্তু যেখানের মানুষ আসল অভুক্ত সেখানে কেউ খাবার দিচ্ছে না। সত্যিই কি খাবার নষ্ট করাতে কি স্ট্যাটাস থাকে?
 -  
 আমরা বন্ধু গ্রুপের সকল সদস্য ও সদস্যারা একটু অন্য চিন্তা ভাবনা নিয়ে চলি। আমরা তেলা মাথায় তেল দিতে একেবারে স্বাছন্দবোধ করি না, তাই আমরা আমাদের ছোট ছোট গুরুত্বপূর্ন দিনগুলো কে স্মরণীয় করতে আমরা বিভিন্ন পাহাড় ঘেরা জঙ্গল এর মধ্যে অসহায় মানুষগুলোর কাছে গিয়ে তাদের কে পেটভরে খাইয়ে নিজের মনের তৃপ্তি মেটায়। আমরা খাবার নষ্ট করে জাকজমাট করে অনুষ্ঠান করতে পছন্দ করি না।

লকডাউনের কারণে আমাদের ইচ্ছা স্বতেও আমরা এবার শবর মানুষদের কাছে গিয়ে পৌছাতে পারিনি। কিন্তু লকডাউনের জন্য
 অনেক ভবঘুরে ও ভিক্ষুক দের অবস্থা খুবেই খারাপ হয়ে পড়েছিল, তাই আমরা এবারের মূহুর্তটা স্টেশন চত্তরেই উপভোগ করলাম।
 -   
 আপনিও আপনার ছোট ছোট মুহুর্ত গুলো বিভিন্ন অসহায় মানুষদের সাথে উপভোগ করুন। সমাজের চিরাচরিত প্রথা থেকে বেরিয়ে তেলা মাথায় তেল না দিয়ে, তাদের মুখেই অন্ন তুলে দিন যাদের সত্যিই অন্ন প্রয়োজন। কথা দিলাম দেখবেন আপনার মনে আপনি এক অলিখিত তৃপ্তি ও সুখ অনুভব করবেন। যেটা লাখ টাকাতেও কিনতে পারবেন না।
 
ধন্যবাদ
(Team- Bandhu Foundation -9851333777)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন