৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস। কিন্তু দিনটা আসলে ঠিক খাতায় কলমেই থেকে গেছে। মানুষ এখন আর পরিবেশ নিয়ে ভাববার মতো সময় পায় না। মানুষের এখন চাই শুধু টাকা টাকা আর টাকা। এতে যেভাবে হোক, যেমন করে হোক প্রকৃতিকে ধংস করে হোক, মানুষ ছুটে চলেছে লোভ আর লালসার পিছনে। কিন্তু পৃথিবীর বুকে যেটি আসল সম্পদ, 'গাছ' তাকে বাঁচানোর কথা কেউ ভাবছে না। কেউ প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে না, যে আমরা গাছের জন্য লড়াই করবো, একটা গাছকেও ধংস হতে দেব না।
একটা সময় ছিল, যখন পৃথিবীতে এত দুষিত পদার্থ ছিল না, দুষিত বায়ু ছিল না, দুষিত মাটি ছিল না। তখন আমরা প্রান ভরে নিঃশ্বাস নিতে পারতাম। কিন্ত এখন দুষিত বায়ুতে আগের মতো আর প্রান ভরে নিঃশ্বাস নিতে পারিনা। আমরা প্রতি নিয়ত কারখান, যানবাহন ইত্যাদি বাড়িয়ে চলেছি, অথচ বিপরীত দিতে বেশি পরিমান গাছ না লাগিয়ে ক্রমাগত গাছ কেটে চলেছি।
আমরা আগত বর্ষায় প্রচুর পরিমানে গাছ লাগানোর প্রতিশ্রুতি নিয়েছিলাম। চারিদিকে সবুজে ভরে দেওয়ার জন্য বিভিন্ন পরিকল্পনা করেছিলাম। ৫ ই জুন একটি স্মরণীয় দিন। তাই আমরা এই দিন টি থেকেই আমাদের পরিবেশ বাচানোর লড়াই এর যাত্রা শুরু হলো। আমরা এই দিন কমলপুর এলাকার একটি আদিবাসী ল্যাম্পের জায়গার মধ্যে বেশ কিছু গাছ রোপন করলাম। যেখানে ছিল আম, কাঠাল,জাম, পেয়ারা, এছাড়া বিভিন্ন গাছ ছিল। আমরা মাটিকে ভালোমতো উর্বর করে গাছ গুলি রোপন করলাম। যাতে গাছ গুলো দ্রুত বেড়ে উঠে। আমাদের নিয়মিত গাছ গুলো পরিচর্চা করতে হবে। যাতে সেগুলো কোনো কারণে মরে না যায়।
আপনারাও আসুন। আমাদের দুষিত বায়ু কে স্নিগ্ধ বায়ু তে পরিনত করি। না হলে হয়তো আমাদের পিঠে করে অক্সিজেন ব্যাগ নিয়ে ঘুরতে হবে। আমরা সবাই মিলে চারিদিকে বৃক্ষ রোপন ও পরিচর্চার মাধ্যমে সবুজে ভরিয়ে তুলি।
আমাদের কর্মসুচীর কিছু ছবি থাকল আপনাদের জন্য......।
ধন্যবাদ
BANDHU FOUNDATION
CONTACT- 9851333777










কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন