আগামীর আশায় সয়েরবেড়িয়া এবং হাট গ্রামের 98টি পরিবার, সাথে আছে "বন্ধু" - BANDHU বন্ধু

মানুষের পাশে থাকার ক্ষুদ্র প্রয়াস.....

Breaking

১৫ মে ২০২০

আগামীর আশায় সয়েরবেড়িয়া এবং হাট গ্রামের 98টি পরিবার, সাথে আছে "বন্ধু"

ব্যস্ত জীবনে হঠাৎ অভিশাপ নেমে এসেছে। এখন আমরা সবাই গৃহবন্দী। অনেকের কাজ গিয়েছে, ভবিষ্যতে অনেকেরই যাবে, এমনটাই ধারণা অর্থনীতিবিদ দের। ফলে সবাই কমবেশি চিন্তিত ও নৈরাশ্যবাদী।

বেশ কয়েকটা পরিবারের কথা বলব। যারা কোনো এক ধুলোয় মাখা গ্রামে থাকেন। সারা বছর অন্ন জোটে খুব কষ্টে, তার মধ্যে এখন কাজকর্ম সব বন্ধ। রেশনে শুধু চাল আর আটা মেলে। দুবার দুটি সংগঠন সাহায্য করেছিল, কিন্তু সে সব ফুরিয়েছে। আবার অভাব, আবার টানাটানি।








এবার এগিয়ে যাচ্ছে "বন্ধু"। ওরা কিছুদিনের রসদ জোগাড় করে পৌঁছে দেবে অসহায় মানুষগুলোর কাছে। নিজেদের সাধ্যমত যতটুকু পেরেছে সেই চেষ্টার ফসল।

অনেকেই বলছে "সরকার তো সাহায্য করছে, লোকজন বাড়ি থেকে বেরিয়ে সাহায্য করতে যাচ্ছে কেনো? এখন বাড়ি থেকে বেরোলেই তো বিপদ।" উত্তর টা হলো - ওরা বিপদের পরোয়া করে না। ওদের খিদে পায় যখন শোনে যে ধুলোমাখা শিশুগুলো একটু খাবার জন্য কাঁদছে।


পরিবেশের ক্ষতি তো অনেক করে ফেলেছি, বেশিদিন কেউই বাঁচবো না। তবে যতটুকু আছে, সবাই মিলে ভাগাভাগি করেই খাবো, কেউ যেনো বঞ্চিত না থাকে।

স্থান: সয়েরবেড়িয়া (হাটগ্রাম পেট্রোল পাম্প থেকে ৩/৪ কিমি দক্ষিণে), ইঁদপুর ব্লক এবং হাটগ্রাম, ইঁদপুর ব্লক। 




উপরোক্ত 2টি স্থানের 9টি পাড়ার মোট 98টি পরিবারের হাতে দৈনন্দিন জীবনে প্রয়োজনে আলু, ডাল, সোয়াবিন, মুড়ি, সরষের তেল, লাও এবং কুমড়ো তুলেদেওয়া হল। কয়েকজনের একান্ত প্রচেষ্টায় এবং সকলের আশীর্বাদ ও ভালবাসায় আমরা ওদের মুখে দুমুঠো ভাত তুলে দিতে পেরেছি। বিশেষ ভাবে উল্লেখযোগ্য আমাদের সন্দীপ, মৈনাক দা, অঞ্জন দা এবং বাকি সকল সদস্যদের অকৃত্রিম প্রচেষ্টায় আমরা আজ এই কর্য সম্পন্ন করতে পেরেছি।

প্রর্থনাকরি আগামী দিনে এভাবেই মানুষের পাশে থাকতে পারবো। আশা রাখছি আমাদের কাজে উৎসাহিত হয়ে হয়তো অনেকেই এগিয়ে আসবেন এবং ওদের মুখে হাসি ফোটাবেন. . . 

কলম: রিয়া সেন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন