জঙ্গল হাসছে!!
হ্যাঁ, তবে সেই হাসি গুলো জীবন্ত লাশের হাসি।
হ্যাঁ, তবে সেই হাসি গুলো জীবন্ত লাশের হাসি।
টিভিতে হোক বা ব্যানার - আজ কাল খুব বেশি প্রচার হচ্ছে জঙ্গল এবং পাহাড়ের মানুষরা খুব আনন্দে আছে, সব কিছুই সুবিধা পাচ্ছে।
কিন্তু বাস্তবে তাদের অবস্থা খুবেই শোচনীয়। তাদের না আছে অন্ন, না আছে বস্ত্র, না আছে বাসস্থান।
কিন্তু বাস্তবে তাদের অবস্থা খুবেই শোচনীয়। তাদের না আছে অন্ন, না আছে বস্ত্র, না আছে বাসস্থান।
কিছু কিছু গ্রামের শিশুরা যেন দুর্ভিক্ষপীড়িত। গায়ে জামাটাও জুটেনি। বাড়ি ঘর তো পরের ব্যাপার।
তারা সাপ, ব্যাং, বিছে,বিষাক্ত পোকা মাকড় নিয়েই কোনমতে মাটিতে শুয়ে থাকে ভাঙ্গা বাড়ির খোলা চালের নিচে। জ্বর হোক বা কলেরা, তাদের দেখার কেউ নেই, কোন স্বাস্থ্য কেন্দ্রও নেই কাছা কাছি।
তারা সাপ, ব্যাং, বিছে,বিষাক্ত পোকা মাকড় নিয়েই কোনমতে মাটিতে শুয়ে থাকে ভাঙ্গা বাড়ির খোলা চালের নিচে। জ্বর হোক বা কলেরা, তাদের দেখার কেউ নেই, কোন স্বাস্থ্য কেন্দ্রও নেই কাছা কাছি।
ছবি গুলো তোলা পুরুলিয়ার বান্দোয়ানের একটি গ্রামে, এরকম অনেক গ্রাম রয়েছে বাঁকুড়া,পুরুলিয়া, ঝাড়গ্রাম এ।
প্রশাসন এর কাছে আমাদের অনুরোধ, আপনারা যদি আর একটু বেশি করে এদের সমস্যার উপর নজর দেন তাহলে হয়তো এরা সভ্য সমাজে ফিরে আসতে পারে। অন্তত দুবেলা পেট ভরে খেতে পারে। তাদেরও বাচার অধিকার আছে। আর এভাবেই হয়তো পৃথিবী সুন্দর হয়ে উঠবে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন