জীবনের শুরুতেই জীবন শেষ ।আমরা চায় তারাও যেন দুবেলা পেট ভরে খেতে পায়, শিক্ষার আলো যেন তাদের স্পর্শ করতে পারে। - BANDHU বন্ধু

মানুষের পাশে থাকার ক্ষুদ্র প্রয়াস.....

Breaking

২৩ সেপ্টেম্বর ২০১৯

জীবনের শুরুতেই জীবন শেষ ।আমরা চায় তারাও যেন দুবেলা পেট ভরে খেতে পায়, শিক্ষার আলো যেন তাদের স্পর্শ করতে পারে।



এটা কোনো আফ্রিকা বাঁ মরুভুমির দেশের ছবি নয়, এটা আমদের জেলার পাশের একটি ছবি। পুরুলিয়া জেলার বান্দোয়ান এর। এরকম হাজার হাজার শিশু এই ডিজিট্যাল যুগেও্ দুবেলা খেতে পায়না, শিক্ষা বাঁ স্বাস্থ্য তো পরের কথা...
বাকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামের এই অসহায় মানুষদের পরিনতি দিনদিন আরো ভায়ানক হয়ে উঠছে।
আমারা আমাদের সাধ্য মত সর্বদায় চেষ্ঠা করে যাচ্ছি, তাদের পাশে থেকে কিছু সাহায্য করার। আমরা চায় তারাও যেন দুবেলা পেট ভরে খেতে পায়, শিক্ষার আলো যেন তাদের স্পর্শ করতে পারে। 

আর এভাবেই হয়তো আমাদের পৃথিবী সুন্দুর হয়ে উঠবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন