আমাদের প্রথম পথ চলা - BANDHU বন্ধু

মানুষের পাশে থাকার ক্ষুদ্র প্রয়াস.....

Breaking

১৭ ফেব্রুয়ারি ২০১৯

আমাদের প্রথম পথ চলা

আমাদের প্রথম পথ চলা...




দুই বন্ধু  রাহুল ও সন্দীপ হঠাৎ বেরিয়ে পড়ে সেই সব অসহায় মানুষদের কাছে, যারা প্রচন্ড শীতেও বস্ত্র হিন শরীরে ্দিন কাটায়।  
কিছুক্ষন পর নিজেদের সমস্ত ব্যস্ততা বাদ দিয়ে যোগ দেয় সুধাময়, রনজিত, প্রসেনজিত। সকলে মিলে আমরা বড়চাকা গ্রামের প্রত্যেক বাড়িতে খোঁজ খবর নিয়ে  তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন